২০ হাজার টাকার মধ্যে ভালো ক্যামেরা ফোন- Best 4 camera phone

২০ হাজার টাকার মধ্যে ভালো ক্যামেরা ফোন- Best 4 camera phone

আপনি যদি ক্যামেরা প্রেমী হয়ে থাকেন এবং ২০ হাজার টাকার মধ্যে ভালো ক্যামেরা ফোন সন্ধান করে থাকেন তাহলে আজকের কন্টেন্টি আপনার জন্য।

কারণ আজকে আমরা ২০ হাজার টাকার মধ্যে ভালো ক্যামেরা ফোন নিয়ে আলোচনা করব। আমরা আজকে এমন চারটি মোবাইল ফোন নিয়ে আলোচনা করব যেগুলো ২০ হাজার টাকার মধ্যে ভালো ক্যামেরা ফোন

আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা ছবি তুলতে খুব ভালোবাসে কিন্তু টাকার জন্য বেশি দামি ক্যামেরা ফোন গুলো কিনতে পারো না, তাদের জন্য আজকে আমরা এমন ৪টি মোবাইল ফোন নিয়ে আলোচনা করব যেগুলোতে  ভালো মানের ছবি উঠে।

২০ হাজার টাকার মধ্যে ভালো ক্যামেরা ফোন

আপনার বাজেট যদি ২০ হাজার টাকা হয় তাহলে আপনি নিচের থেকে যেটা ভালো মনে হয় যেকোনো একটি মোবাইল কিনে নিতে পারেন।

1. Samsung Galaxy F23

সবার প্রথমে আমরা যে মোবাইল নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে Samsung Galaxy F23। বর্তমান বাজারে ২০ হাজার টাকার মধ্যে ভালো ক্যামেরার একটি মোবাইল ফোন। এই মোবাইলের আনঅফিসিয়াল প্রাইস ২০ হাজারের ভিতরে কিন্তু-এর অফিসিয়াল মূল্য প্রায় ৩২ হাজার টাকার মতো। তাই যাদের বাজেট ২০ হাজার টাকার মধ্যে তারা আনঅফিসিয়াল মোবাইলটি নিতে পারেন।

এই ফোনের মধ্যে মেইন ক্যামেরার মধ্যে ব্যবহার করা হয়েছে ৫০+৮+২ মেগাপিক্সেল যা অল্প বাজেটের মধ্যে সেরা একটি ক্যামেরা ফোন। এছাড়াও এই মোবাইলের সেলফি ক্যামেরার মধ্যে ব্যবহার করা হয়েছে ৮ মেগাপিক্সেল। আবার এই মোবাইলের ভিডিও কোয়ালিটিও খুব ভালো।

মোবাইলের ডিজাইন অত্যন্ত সুন্দর করে তৈরি করেছে। এই মোবাইলটি গেমিং এর জন্যও খুব ভালো হবে।

এছাড়াও এ মোবাইলের- 

  • রেম ৪/৬ জিবি।

  • রম ১২৮ জিবি।

  • ব্যাটারি ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার।
  • ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং।
  • ৫জি পর্যন্ত নেটওয়ার্ক সাপোর্টের  ব্যবস্থা।
  • ডিসপ্লে ৬.৬ ইঞ্চি এবং ফুল এইচডি কোয়ালিটি।
  • সিকিউরিটি হিসেবে সাইডে ফিঙ্গারপ্রিন্ট এর ব্যবস্থা এবং ফেসের ব্যবস্থা রয়েছে।
  • অপারেটিং সিস্টেম হচ্ছে অ্যান্ড্রয়েড ১২।

2. Realme 9 5G

দ্বিতীয়ত আমরা ২০ হাজার টাকার মধ্যে যে মোবাইলটির কথা বলব সেটি হচ্ছে Realme 9 5G।বর্তমান বাজারে এই  বাজেটের মধ্যেভালো ক্যামেরার মোবাইল খুঁজলে Realme 9 5G নিতে পারেন এই মোবাইলের মেইন ক্যামেরা হচ্ছে ৪৮+২+২ মেগাপিক্সেল যা ভালো কোয়ালিটির ছবি তোলার জন্য যথেষ্ট।

এই মোবাইলের আরেকটি আকর্ষণ হচ্ছে এ মোবাইলের সেলফি ক্যামেরা হচ্ছে ১৬ মেগাপিক্সেল। বর্তমান বাজারে ২০ হাজার টাকার মধ্যে এত ভালো মানের ক্যামেরা পাওয়া যায়না যা এ মোবাইলের মধ্যে ব্যবহার করা হয়েছে। এ মোবাইল গেমিং এর জন্যও সেরা।

এছাড়াও এ মোবাইলের-
  • রেম ৪/৬ জিবি।
  • রম ৬৪/১২৮ জিবি।
  • ব্যাটারি ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার।
  • ১৮ওয়াটের ফাস্ট চার্জিং।
  • ৫জি পর্যন্ত নেটওয়ার্ক সাপোর্টের  ব্যবস্থা।
  • ডিসপ্লে ৬.৫ ইঞ্চি এবং ফুল এইচডি কোয়ালিটি।
  • সিকিউরিটি হিসেবে সাইডে ফিঙ্গারপ্রিন্ট এর ব্যবস্থা এবং ফেসের ব্যবস্থা রয়েছে।
  • অপারেটিং সিস্টেম হচ্ছে অ্যান্ড্রয়েড ১১।

3. Xiaomi Redmi 10

তৃতীয় নাম্বারে আমরা যে মোবাইলটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে Xiaomi Redmi 10। এটি এ বছরে বাজারে আসে। এই মোবাইলটির অফিশিয়াল প্রাইস ৪/৬৪ জিবি হচ্ছে ১৪,৯৯৯ টাকা এবং ৬/১২৮ জিবি হচ্ছে ১৬,৯৯৯ টাকা। 

আপনি যদি অল্প টাকার মধ্যে ভালো ক্যামেরার মোবাইল এবং ভালো গেমিং মোবাইল সন্ধান করে থাকেন তাহলে Xiaomi Redmi 10 মোবাইলটি কিনে নিতে পারেন।

এই মোবাইলে.. 

  • মেইন ক্যামেরা হচ্ছে ৫০+৮+২+২ মেগাপিক্সেল।

  • সেলফি ক্যামেরা হচ্ছে ৮ মেগাপিক্সেল।
  • রেম ৪/৬ জিবি।

  • রম ৬৪/১২৮ জিবি।

  • ব্যাটারি ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার।
  • ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং।
  • ডিসপ্লে ৬.৫ ইঞ্চি এবং ফুল এইচডি কোয়ালিটি।
  • সিকিউরিটি হিসেবে সাইডে ফিঙ্গারপ্রিন্ট এর ব্যবস্থা এবং ফেসের ব্যবস্থা রয়েছে।
  • অপারেটিং সিস্টেম হচ্ছে অ্যান্ড্রয়েড ১১।

4. Oppo K10

চতুর্থ নাম্বারে আমরা যে মোবাইলটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে Oppo K10 আমাদের প্রায় সকলের জানা আছে সেলফি ক্যামেরাতে Oppo মোবাইল ফোন গুলোতে অনেক ভালো ছবি উঠে এক কথায় Oppo হচ্ছে সেলফি ক্যামেরা ফোন। আর Oppo K10 এ সেলফি ক্যামেরায় ব্যবহার করা হয়েছে ১৬ মেগাপিক্সেল।

এ মোবাইলের মেইন ক্যামেরায়ও অনেক ভালো ছবি উঠে। মোবাইলের মেইল ক্যামেরায় ব্যবহার করা হয়েছে ৫০+২+২ মেগাপিক্সেল।

এই মোবাইলের আনঅফিসিয়াল মূল্য হচ্ছে ২০,০০০ টাকা। যারা ২০ হাজার টাকার মধ্যে ভালো ক্যামেরা ফোন খুঁজছেন তারা এই মোবাইলটা কিনে নিতে পারেন।
এছাড়া ওর মোবাইলে..
  • রেম ৬/৮ জিবি।
  • রম /১২৮ জিবি।
  • ব্যাটারি ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার।
  • ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং।
  • ডিসপ্লে ৬.৫৯ ইঞ্চি এবং ফুল এইচডি কোয়ালিটি।
  • সিকিউরিটি হিসেবে সাইডে ফিঙ্গারপ্রিন্ট এর ব্যবস্থা এবং ফেসের ব্যবস্থা রয়েছে।
  • অপারেটিং সিস্টেম হচ্ছে অ্যান্ড্রয়েড ১১।

আমাদের শেষ কথা

আজকে আমরা ২০ হাজার টাকার মধ্যে ভালো ক্যামেরা ফোন  এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেআপনাদের মাঝে এমন চারটি মোবাইল নিয়ে আলোচনা করেছি।

আর আজকে যে ৪টি মোবাইল নিয়ে আলোচনা করেছি এই মোবাইল গুলোর মূল্য ২০ হাজার টাকার মধ্যে এবং এই মোবাইল গুলোর ক্যামেরা অনেক ভালো। ২০ হাজার টাকার মধ্যে এই মোবাইলের ছবি আপনার মনের চাহিদা পূরণ করতে পারবে।

আপনারা যারা ক্যামেরা প্রেমী রয়েছেন তারা এই মোবাইলগুলো থেকে যেকোন একটি কিনে নিতে পারেন।

>আরো জানুন:- ১০ থেকে ১৫ হাজার টাকার মধ্যে সেরা 5 টি মোবাইল ফোন 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url